LibreOfficeDev 24.2 Help
DateSerial অথবা DateValue দ্বারা উৎপাদিত ক্রমিক তারিখ সংখ্যার উপর ভিত্তি করে মাসের দিন নির্দেশক মান প্রদান করে থাকে।
Day (Number)
Integer
সংখ্যা: একটি সংখ্যাসূচক এক্সপ্রেশন যা ক্রমিক তারিখ সংখ্যা ধারণ করে যার দ্বারা মাসের দিন নির্ধারণ করা যায়।
এই ফাংশনটি প্রধানত DateSerial ফাংশনের বিপরীত, DateSerial অথবা DateValue ফাংশনের সাহায্যে গঠিত ক্রমানুসার তারিখ সংখ্যা থেকে মাসের দিন প্রদান করে থাকে। যেমন, এক্সপ্রেশন
Print Day (DateSerial(1994, 12, 20))
মান ২০ প্রদান করে।
Sub ExampleDay
Print "Day " & Day(DateSerial(1994, 12, 20)) & " of the month"
End Sub