LibreOfficeDev 25.2 Help
Writes data to a sequential text file with delimiting characters.
Write [#fileNum] {,|;} expression [, …]
fileNum: Any numeric expression that contains the file number that was set by the Open statement for the respective file.
expression list: Variables or expressions that you want to enter in a file, separated by commas.
যদি এক্সপ্রেশন তালিকা বাদ দেওয়া হয়, তাহলে লেখা স্টেটমেন্ট একটি ফাইলের খালি লাইনের শেষে যোগ হয়।
একটি নতুন অথবা বিদ্যমান ফাইলে একটি এক্সপ্রেশন তালিকা যুক্ত করতে, ফাইলটি অবশ্যই আউটপুট অথবা পরিশেষে যোগ মোডে খুলতে হবে।
আপনার লিখিত স্ট্রিং একটি উদ্ধৃতি চিহ্ন দ্বারা আবদ্ধ থাকে এবং কমা দ্বারা বিভক্ত থাকে। আপনার এক্সপ্রেশন তালিকাতে এই বিরতী চিহ্নসমূহ সন্নিবেশ করানোর প্রয়োজন নেই।
প্রতিটি লেখা স্টেটমেন্টের মাধ্যমে সর্বশেষ এন্ট্রি হিসেবে লাইন সমাপ্তির প্রতীক আউটপুট হিসেবে পাওয়া যায়।
দশমিত বিরতীচিহ্ন সহ সংখ্যা স্থানীয় সেটিং অনুসারে রূপান্তর করা হয়ে থাকে।