Enable JavaScript in the browser to display LibreOfficeDev Help pages.

কনট্যুরে

নির্বাচিত বস্তু বহুভুজে, বা বহুভুজের গ্রুপে রুপান্তর করে। রুপান্তরণ যদি বহুভুজের গ্রুপ তৈরি করে (উদাহরণ স্বরূপ, আপনি যখন একটি পাঠ বস্তু রুপান্তর করেন), তারপর আপনি একটি পৃথক বহুভুজ নির্বাচন করার পূর্বে গ্রুপটি সন্নিবেশ করাতে F3 চাপুন।

এই নির্দেশাবলীতে সন্নিবেশ করতে...

Choose Shape - Convert - To Contour (LibreOfficeDev Draw only)

একটি নির্বাচিত বস্তুর প্রাসঙ্গিক মেনু খুলুন এবং রুপান্তর - কনট্যুরে নির্বাচন করুন


আপনি যদি একবার একটি লাইন অথবা টেক্সটকে নকশারেখায় রূপান্তর করেন তাহলে আর এই বস্তুটি সম্পাদনা করতে পারবেন না সাধারণত যেভাবে আপনি করতেন। পরিবর্তে, যেভাবে একটি বহুভূজ সম্পাদনা করতেন ঠিক সেভাবে একটি নকশা সম্পাদনা করতে পারবেন যেখানে আপনি এর আকৃতি সমন্বিত করার জন্য সম্পাদনা – বিন্দু কমান্ডটি ব্যবহার করেন।