Enable JavaScript in the browser to display LibreOfficeDev Help pages.
বিন্যাস নির্বাচন
নির্বাচিত বস্তু বিন্যস্ত করা হয়। নির্বাচিত বস্তুর উপর নির্ভর করে, কমান্ড দ্বারা ডায়ালগ খোলা হয় যা আপনি বিন্যাস মেনু থেকে নিম্নবর্ণিত কমান্ড দ্বারাও খুলতে পারবেন:
Choose Format - Format Selection (Charts)
লেখচিত্র দেয়াল ডায়ালগটি খোলে, যেখানে আপনি লেখচিত্র দেয়ালের বৈশিষ্ট্যাবলী পরির্তন করতে পারেন। লেখচিত্র দেয়াল হলো লেখচিত্রের ডাটা এলাকার পিছনের "উল্লম্ব" পটভূমি।
লেখচিত্র এলাকা ডায়ালগটি খুলুন, যেখানে আপনি লেখচিত্র এলাকার বৈশিষ্ট্যাবলী পরির্তন করতে পারবেন। লেখচিত্র এলাকা হলো লেখচিত্রের সব উপাদানের পিছনের পটভূমি।
লেখচিত্র তল ডায়ালগটি খুলুন, যেখানে আপনি লেখচিত্র তলের বৈশিষ্ট্যাবলী পরির্তন করতে পারবেন। লেখচিত্র তল হলো ত্রিমাত্রিক লেখচিত্রের নিচের অংশ। এই ফাংশনটি কেবলমাত্র ত্রিমাত্রিক লেখচিত্রের জন্য বিদ্যমান।
নির্বাচিত শিরোনামের বৈশিষ্ট্যাবলী পরিবর্তন করে।
একটি লেখচিত্রের ব্যাখ্যার সীমানা, এলাকা এবং অক্ষর নির্ধারণ করে।
Opens a dialog, where you can edit the properties of the selected axis.
Y অক্ষের বৈশিষ্ট্যাবলী পরিবর্তন করতে, Y অক্ষ ডায়ালগটি খোলে।
গ্রিড বৈশিষ্ট্যাবলী নির্ধারণ করতেগ্রিড ডায়ালগটি খোলে।
এই ডায়ালগটি নির্বাচিত ডাটা পয়েন্টের বৈশিষ্ট্যাবলী পরিবর্তন করা অনুমোদন কর থাকে। আপনি বিন্যাস - বিন্যাস নির্বাচন নির্বাচন করার সময় শুধুমাত্র একটি ডাটা পয়েন্ট নির্বাচিত থাকার সময় এই ডায়ালগটি আাবির্ভুত হয়। কিছু মেনু এন্ট্রি দ্বিমাত্রিক অথবা ত্রিমমাত্রিক লেখচিত্রের জন্য বিদ্যমান।
এই ডায়ালগটি নির্বাচিত ডাটা ক্রমের বৈশিষ্ট্যাবলী পরিবর্তন করা অনুমোদন কর থাকে। আপনি বিন্যাস - বিন্যাস নির্বাচন নির্বাচন করার সময় শুধুমাত্র একটি ডাটা ক্রম নির্বাচিত থাকার সময় এই ডায়ালগটি আবির্ভূত হয়। কিছু মেনু এন্ট্রি দ্বিমাত্রিক অথবা ত্রিমমাত্রিক লেখচিত্রের জন্য বিদ্যমান।
Reset
Resets changes made to the current tab to those applicable when this dialog was opened.