Enable JavaScript in the browser to display LibreOfficeDev Help pages.

ফ্যাক্স উইজার্ড - নাম এবং অবস্থান

ফর্মার নাম এবং অবস্থান বর্ণনা করা হয়।

এই নির্দেশাবলীতে সন্নিবেশ করতে...

Choose File - Wizards - Fax - Name and Location.


ফর্মার নাম

ফ্যাক্স ফর্মার নাম সন্নিবেশ করান।

...

ফ্যাক্স ফর্মার ফাইলের নাম যুক্ত সম্পূর্ণ পাথ সন্নিবেশ অথবা নির্বাচন করার জন্য ক্লিক করুন।

ফর্মা থেকে একটি ফ্যাক্স তৈরি করুন

ফ্যাক্স ফর্মা তৈরি এবং সংরক্ষণ করা হয়, পরবর্তীতে সেই ফর্মার উপর ভিত্তি করে নতুন ফ্যাক্স নথি খোলা হয়।

এই ফ্যাক্স ফর্মা নিজ হাতে পরিবর্তন করুন।

ফ্যাক্স ফর্মা তৈরি এবং সংরক্ষণ করা হয়, পরবর্তীতে ফর্মাটি আরও সম্পাদনার জন্য খোলা হয়।

ফ্যাক্স উইজার্ডে যান