Enable JavaScript in the browser to display LibreOfficeDev Help pages.

বৈশিষ্ট্যাবলী

LibreOfficeDev Math এর বৈশিষ্ট্যাবলী সম্পর্কিত অতিরিক্ত তথ্যাবলী এখানে পাওয়া যায়।

একিউট, বার, ব্রিভ, টিক চিহ্নিত করা, বৃত্ত, ডট, ddot, dddot, গ্রেভ, হেট, টিল্ড এবং vec বৈশিষ্ট্যাবলীর সবসময় একটি নির্দিষ্ট আকার রয়েছে এবং যদি একটি দীর্ঘ প্রতীকের উপর অবস্থিত থাকলেও প্রশস্ত (দীর্ঘ) হয় না। ডিফল্ট হিসেবে, বৈশিষ্ট্যাবলী কেন্দ্রে অবস্থিত থাকে।

যেসব বৈশিষ্ট্যাবলী কেবলমাত্র প্রতীকের দৈর্ঘ্যের সঙ্গে বৃদ্ধিপ্রাপ্ত হয় তা হলো, উর্ধ্বরেখা, নিম্নরেখা এবং ওভারস্ট্রাইক

পরামর্শ আইকন

কিছু অক্ষর ষ্ট্রিং এর জন্য, নিম্নরেখা সহ সন্নিবেশকৃত রেখা অক্ষরের খুব কাছাকাছি হওয়া সম্ভব। এই ক্ষেত্রে, একটি ফাঁকা গ্রুপ সমস্যার সমাধান করতে পারে: underline Q এর পরিবর্তে underline Q sub {}