Enable JavaScript in the browser to display LibreOfficeDev Help pages.

লেখচিত্রের শর্টকাটসমূহ

আপনি লেখচিত্রে নিম্নোক্ত শর্টকাট কী ব্যবহার করতে পারেন।

আপনি LibreOfficeDev এর জন্য সাধারণ শর্টকাট কী ব্যবহার করতে পারেন।

লেখচিত্রে শর্টকাট

শর্টকাট কী

ফলাফল

Tab

পরবর্তী বস্তু নির্বাচন করুন।

Shift+Tab

পূর্ববর্তী বস্তু নির্বাচন করুন।

হোম

প্রথম বস্তু নির্বাচন করুন।

End

শেষ বস্তু নির্বাচন করুন।

Esc

নির্বাচন বাতিল করুন

উপর/নীচ/ডান/বাম তীরচিহ্ন

তীরচিহ্নের দিকনির্দেশনা অনুসারে বস্তুটি সরানো হবে।

পাই লেখচিত্রে উপর/নীচ/ডান/বাম তীরচিহ্ন

তীরচিহ্নের দিকনির্দেশনা অনুসারে নির্বাচিত পাই বৃত্তকলাটি সরানো হয়।

শিরোনামে F2

পাঠ্য ইনপুট মোড সন্নিবেশ করানো হবে।

F3

পৃথক উপাদানসমূহ (লেখচিত্রের ব্যাখ্যা এবং ডাটা সিরিজে) সম্পাদনা করার জন্য গ্রুপটি খুলুন।

+F3

গ্রুপ থেকে প্রস্থান (লেখচিত্রের ব্যাখ্যা এবং ডাটা সিরিজে)।

+/-

লেখচিত্রটি ছোট অথবা বড় করা হবে

পাই লেখচিত্রে +/-

পাই লেখচিত্র থেকে সামান্য সম্পৃক্ত অথবা আলাদা করে নির্বাচিত পাই বৃত্তকলাটি সরিয়ে নেয়া হয়।