Enable JavaScript in the browser to display LibreOfficeDev Help pages.

কন্ট্রোল এবং ডায়ালগ বৈশিষ্ট্যাবলী

নির্বাচিত ডায়ালগ অথবা কন্ট্রোলের বৈশিষ্ট্য উল্লেখ করা হয়। এই কমান্ডটি ব্যবহার করতে আপনাকে অবশ্যই ডিজাইন মোডে থাকতে হবে।

বৈশিষ্ট্যাবলী ডায়ালগে তথ্য সন্নিবেশ করানো হচ্ছে

নিচের কী এর সমন্বয়টি দ্বারা বৈশিষ্ট্যাবলী ডায়ালগের একাধিক লাইনের ক্ষেত্রে অথবা কম্বো বাক্সে ডাটা সন্নিবেশ করাতে প্রয়োগ করা হয়:

কী

প্রভাব

Alt+নিম্নমুখী তীরচিহ্ন

একটি কম্বো বাক্স খোলা হয়

Alt+ ঊর্ধ্বমুখী তীরচিহ্ন

একটি কম্বো বাক্স বন্ধ করা হয়

Shift+Enter

একাধিক লাইনের ক্ষেত্রে একটি লাইন বিরতী সন্নিবেশ করানো হয়।

(ঊর্ধ্বমুখী তীরচিহ্ন)

পূর্ববর্তী লাইনে ফিরে যায়।

(নিম্নমুখী তীরচিহ্ন)

পরবর্তী লাইনে চলে যায়।

সন্নিবেশ

একটি ক্ষেত্রে তৈরি পরিবর্তনগুলো প্রয়োগ করে এবং কার্সারটিকে পরবর্তী ক্ষেত্রে অবস্থান করানো হয়।


সাধারণ

নির্বাচিত কন্ট্রোল অথবা ডায়ালগের বৈশিষ্ট্যাবলী নির্ধারণ করা হয়। বিদ্যমান বৈশিষ্ট্যাবলী নির্বাচিত কন্ট্রোলের ধরনের উপর নির্ভরশীল। ফলে নিচের বৈশিষ্ট্যাবলী সব ধরনের কন্ট্রোলে উপস্থিত থাকে না।

ইভেন্ট

নির্বাচিত কন্ট্রোল অথবা ডায়ালগের জন্য ইভেন্ট কাজ নির্ধারণ করুন। বিদ্যমান ইভেন্ট নির্বাচিত কন্ট্রোলের ধরনের উপর নির্ভর করে থাকে।