Enable JavaScript in the browser to display LibreOfficeDev Help pages.

ফাইল ইনপুট/আউটপুট ফাংশন

Get Statement

একটি সম্পর্কিত ফাইল থেকে রেকর্ড, অথবা একটি বাইনারি ফাইল হতে বাইটের একটি ক্রম, ভেরিয়েবলে পড়া হয়।

Input# Statement

একটি মুক্ত পর্যায়ক্রমিক ফাইল হতে ডাটা পড়ছে।

Line Input# Statement

Reads a line from a sequential file into a variable.

Put# Statement

একটি সম্পর্কিত ফাইলে রেকর্ড অথবা একটি বাইনারি ফাইলে বাইটের ক্রম লেখা হয়।

Write# Statement

Writes data to a sequential text file with delimiting characters.

Loc Function

একটি খোলা ফাইলের বর্তমান অনস্থান প্রদান করে থাকে।

Seek Function

ওপেন স্টেটমেন্টের মাধ্যমে খোলা ফাইলের পরবর্তী লেখা অথবা পড়ার অবস্থান প্রদান করে থাকে।

Eof Function

ফাইল পয়েন্টারটি ফাইলের শেষে পৌঁছৈছে কিনা তা নির্ধারণ করা হয়।

Lof Function

একটি খোলা ফাইলের আকার বাইটে প্রদান করে থাকে।