লেখচিত্র ধরন রেখা

আপনি লেখচিত্র উইজার্ড এর প্রথম পৃষ্ঠা থেকে একটি লেখচিত্রের ধরন বেছে নিতে পারেন।

এই নির্দেশাবলীতে সন্নিবেশ করতে...

From the menu bar:

Choose Insert - Chart - Chart Type...

From the tabbed interface:

Choose Insert - Chart - Chart Type...

From toolbars:

Icon Insert Chart

Insert Chart

Then choose Line.


রেখা

y অক্ষে নির্দেশিত মানসমূহ একটি রেখা লেখচিত্র প্রদর্শন করে। x অক্ষ শ্রেণীসমূহ প্রদর্শন করে। প্রতিটি ডাটা সিরিজের y মানসমূহ একটি রেখা দ্বারা সংযুক্ত করা যেতে পারে।

Points only

শুধুমাত্র বিন্দুসমূহ - এই প্রকারভেদটি শুধুমাত্র বিন্দুসমূহকে চিহ্নিত করে।

Icon Points only

Points only

Points and lines

বিন্দু এবং রেখা - এই প্রকারভেদটি বিন্দুসমূহ চিহ্নিত করে এবং একই ডাটা সিরিজের বিন্দুসমূহকে একটি রেখা দ্বারা সংযুক্ত করে।

Icon Points and lines

Points and lines

Lines only

শুধুমাত্র রেখাসমূহ - এই প্রকারভেদটি শুধুমাত্র রেখাসমূহ চিহ্নিত করে।

Icon Lines only

Lines only

3D lines

ত্রিমাত্রিক রেখা - এই প্রকারভেদটি একই ডাটা ধারার বিন্দুসমূহকে ত্রিমাত্রিক রেখা দ্বারা সংযুক্ত করে।

Icon 3D lines

3D lines

বিন্দুর y মানসমূহকে একে অপরের উপর স্তুপীকৃত অবস্থায় সাজাতে স্তুপীকৃত সিরিজ চিহ্নিত করুন। y মানসমূহ আর পরম মান থাকে না, প্রথম কলাম ব্যতীত যা স্তুপীকৃত এলাকার নিচে রাখা হয়। আপনি যদি শতকরা নির্বাচন করেন তাহলে y মানসমূহ শ্রেণী সর্বমোটের শতকরা হিসেবে স্কেল করা হয়।

Choose the Line type from the dropdown to select how the points will be connected. You can choose either Straight lines, Smooth lines to draw curves through the points or Stepped lines to draw lines which step from point to point. Click Properties to change the properties for the smooth or stepped lines.