লেখচিত্র ধরন কলাম এবং রেখা

আপনি লেখচিত্র উইজার্ড এর প্রথম পৃষ্ঠা থেকে একটি লেখচিত্রের ধরন বেছে নিতে পারেন।

এই নির্দেশাবলীতে সন্নিবেশ করতে...

From the menu bar:

Choose Insert - Chart - Chart Type...

From the tabbed interface:

Choose Insert - Chart - Chart Type...

From toolbars:

Icon Insert Chart

Insert Chart

Then choose Column and Line.


কলাম এবং রেখা

কলাম এবং রেখা লেখচিত্র হলোকলাম লেখচিত্র এর সাথে একটি রেখা লেখচিত্র এর সমন্বয়।

Columns and Lines

কলাম এবং রেখাসমূহ। কলাম ডাটা সিরিজের আয়তক্ষেত্রসমূহ পাশাপাশি আকাঁ হয় যাতে আপনি সহজেই এদের মান তুলনা করতে পারেন।

Icon Columns and Lines

Columns and Lines

Stacked Columns and Lines

স্তপীকৃত কলাম এবং রেখাসমূহ।। কলাম ডাটা সিরিজের আয়তক্ষেত্রসমূহ একে অপরের উপর স্তুপীকৃত অবস্থায় আকাঁ হয়েছে যাতে একটি কলামের উচ্চতা ডাটা মানসমূহের যোগফল প্রকাশ করে।

Icon Stacked Columns and Lines

Stacked Columns and Lines

আপনি উইজার্ড শেষ করার পর সন্নিবেশ - অক্ষ দ্বারা একটি দ্বিতীয় y-অক্ষ সন্নিবেশ করাতে পারেন।

একটি ডাটা পরিসর সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে

নির্বাচিত ডাটা পরিসরের সর্ববামের কলামসমূহ (অথবা উপরের সারি) ডাটা সরবরাহ করে যা কলাম বস্তু হিসেবে প্রদর্শিত হয়। ডাটা পরিসরের অন্যান্য কলাম অথবা সারিসমূহ রেখার বস্তুর জন্য ডাটা প্রদান করে। আপনি ডাটা সিরিজ ডায়ালগে এই নির্দেশিত কাজ পরিবর্তন করতে পারেন।

  1. ডাটা পরিসর নির্বাচন করুন।

  2. সারি অথবা কলামের ডাটা সিরিজের জন্য যেকোনো একটি অপশনে ক্লিক করুন।

  3. ডাটা পরিসরের প্রথম সারি অথবা প্রথম কলাম অথবা উভয়ের কোথাও লেবেল আছে কিনা তা পরীক্ষা করুন।

ডাটা সিরিজ সাজানো হচ্ছে।

ডাটা সিরিজ তালিকা বাক্সে আপনি বর্তমান লেখচিত্রে বিদ্যমান সব ডাটা সিরিজের একটি তালিকা দেখতে পান।

কলাম ডাটা সিরিজ তালিকার উপরে, রেখা ডাটা সিরিজ তালিকার নিচে অবস্থিত।

ডাটা সিরিজ সম্পাদনা করা হচ্ছে।

  1. ভুক্তির বৈশিষ্ট্যসমূহ দেখতে এবং সম্পাদনা করতে তালিকার একটি ভুক্তিতে ক্লিক করুন।

    ডাটা পরিসর তালিকা বাক্সে ভূমিকার নাম এবং ডাটা সিরিজ উপাদানের ঘরের পরিসর দেখা যায়।

  2. একটি ভুক্তিতে ক্লিক করুন, এরপর নিম্নের লেখা বাক্সের বিষয়বস্তু সম্পাদনা করুন।

    লেখা বাক্সের পরবর্তী লেবেল বর্তমানে নির্বাচিত ভূমিকা ব্যাখ্যা করে।

  3. ডাটা পরিসর সন্নিবেশ করান অথবা ডায়ালগ ছোট করতে এবং মাউস দিয়ে ডাটা পরিসর নির্বাচন করতে ডাটা পরিসর নির্বাচন এ ক্লিক করুন।

Y-মানের ন্যায় ডাটা ভূমিকার পরিসীমার জন্য, অবশ্যই একটি লেবেল ঘর সন্নিবেশ করাবেন না।

শ্রেণীবিভাগ অথবা ডাটা লেবেলসমূহ সম্পাদনা করা হচ্ছে।

শ্রেণী সীমার মানসমূহ x অক্ষে সারণি হিসেবে প্রদর্শিত হয়।

লেখচিত্র উপাদান সন্নিবেশ করানো হচ্ছে

নিম্নের যেকোনো উপাদান সন্নিবেশ করাতে লেখচিত্র উইজার্ডের লেখচিত্র উপাদান পৃষ্ঠা ব্যবহার করুন:

সম্পাদনা মোডে অতিরিক্ত উপাদানের জন্য লেখচিত্রের "সন্নিবেশ" মেনু ব্যবহার করুন। এখানে আপনি নিম্নোক্ত উপাদানসমূহ নির্ধারণ করতে পারেন:

প্রতি ডাটা সিরিজের জন্য ভিন্ন ডাটা লেবেল নির্ধারণ করতে ডাটা সিরিজের বৈশিষ্ট্য ডায়ালগ ব্যবহার করুন।