LibreOfficeDev 25.8 Help
আপনি লেখচিত্র উইজার্ড এর প্রথম পৃষ্ঠা থেকে একটি লেখচিত্রের ধরন বেছে নিতে পারেন।
একটি এলাকা লেখচিত্র y অক্ষে মানসমূহকে বিন্দু হিসেবে প্রদর্শন করে। x অক্ষ শ্রেণীবিন্যাস প্রদর্শন করে। প্রতি ডাটা সিরিজের y মানসমূহ একটি রেখা দ্বারা সংযুক্ত। দুইটি রেখার মাঝের প্রতিটি এলাকা রং দ্বারা পূর্ণ। একটি শ্রেণী থেকে অন্যটির পরিবর্তনসমূহকে জোড় দেওয়ার উপর এলাকা লেখচিত্রর ফোকাস।
সাধারণ - এই প্রকারভেদটি সব মানসমূহকে পরম y মান হিসেবে প্রকাশ করে। এটি প্রথমে ডাটা পরিসরের শেষ কলামের এলাকা নকশা করে, এরপর পরবর্তী থেকে শেষ পর্যন্ত, এবং আরও অনেক, এবং সবশেষে ডাটার প্রথম কলাম আঁকা হয়। সুতরাং, প্রথম কলামের মান যদি অন্যান্য মানের চেয়ে বড় হয়, তাহলে শেষে অাঁকা এলাকা অন্যান্য এলাকাকে আবৃত করে রাখবে।
Normal
স্তুপীকৃত - এই প্রকারভেদটি একে অপরের উপর স্তুপীকৃত অবস্থায় ক্রমর্ধমান মানসমূহের নকশা করে। এটি নিশ্চিত করে যে সমস্ত মান দৃশ্যমান রয়েছে এবং কোনো ডাটা সেট অণ্যান্য ডাটা সেট দ্বারা আবৃত নয়। উপরন্তু, y মান আর পরম মান হিসেবে থাকে না শুধুমাত্র শেষ কলাম ব্যতীত যা স্তুপীকৃত এলাকার নিচে আঁকা হয়।
Stacked
শতকার - এই প্রকারভেদটি একে অপরের উপর স্তুপীকৃত এবং শ্রেণী মোটের শতকরা হিসেবে মাপা ক্রমর্ধমান মানসমূহ নকশা করে ।
Percent