LibreOfficeDev 25.8 Help
ওপেন স্টেটমেন্টের মাধ্যমে খোলা ফাইলের পরবর্তী লেখা অথবা পড়ার অবস্থান প্রদান করে থাকে।
র্যান্ডম এক্সেস ফাইলের জন্য, সিক ফাংশনটি পরবর্তীতে পাঠ করা হবে এমন একটি রেকর্ড সংখ্যা প্রদান করে থাকে।
অন্য সকল ফাইলের জন্য, ফাংশনটি একটি বাইটের এমন অবস্থান প্রদান করে যেখানে পরবর্তী ক্রিয়াটি সখঘটিত হবে।
খোঁজ করা (FileNumber)
Long
FileNumber: খোলা স্টেটমেন্টে ব্যবহৃত ডাটা চ্যানেল সংখ্যা।