Minute Function (BASIC)

TimeSerial অথবা TimeValue ফাংশন দ্বারা প্রকাশিত ক্রমিক সময় মান সংশ্লিষ্ট ঘন্টার মান থেকে মিনিট মান প্রদান করে থাকে।

Syntax:


        Minute (Number)
    

Return type:

Integer

Parameters:

ক্রম: সংখ্যাসূচক এক্সপ্রেশন যা মিনিটের মান প্রদান করার জন্য ব্যবহৃত ক্রমিক সময় সংখ্যা ধারণ করে থাকে।

এই ফাংশনটি TimeSerial ফাংশনের বিপরীত। এটি ক্রমানুসার সময় মানের মিনিট মান প্রদান করে থাকে, যা TimeSerial অথবা TimeValue ফাংশন দ্বারা গঠিত। যেমন, এক্সপ্রেশন


    Print Minute(TimeSerial(12,30,41))

মান ৩০ প্রদান করে।

Error codes:

5 Invalid procedure call

Example:


        Sub ExampleMinute
        MsgBox "The current minute is "& Minute(Now)& "."
        End Sub