LibreOfficeDev 26.2 Help
বিশ্বস্ত প্রত্যয়ন পত্র এবং বিশ্বস্ত ফাইল অবস্থানের জন্য ম্যাক্রো নিরাপত্তা সেটিং সুনির্দিষ্ট করে।
বিশ্বস্ত প্রত্যয়ন পত্রের তালিকা করুন।
নির্বাচিত প্রত্যয়ন পত্রের জন্য "প্রত্যয়ন পত্রের প্রদর্শন" ডায়ালগ খোলে।
বিশ্বস্ত প্রত্যয়ন পত্রের তালিকা হতে নির্বাতিত প্রত্যয়ন পত্র অপসারণ করে।
নথির ম্যাক্রো শুধুমাত্র তখনই কার্যকর হয় যখন তাদের নিম্নের যেকোনো একটি অবস্থান খোলা হয়।
ফোল্ডার নির্বাচনের ডায়ালগ খোলে। যে ফোল্ডার থেকে সকল ম্যাক্রো কার্যকর করতে সমর্থিত তা নির্বাচন করুন।
বিশ্বস্ত ফাইল অবস্থানের তালিকা হতে নির্বাচিত ফোল্ডার অপসারণ করে।