LibreOfficeDev 26.2 Help
নির্বাচনের পরে,সারণিতে এক বা একাধিক কলাম সন্নিবেশ করান। ডায়ালগ (পছন্দ করুন সারণি - সন্নিবেশ করান - কলামসমূহ)খোলে আপনি একের অধিক কলাম সন্নিবেশ করাতে পারবেন, অথবা আইকন ক্লিক করার আগে একের অধিক কলাম নির্বাচনের মাধ্যমে। যদি শেষোক্ত পদ্ধতি ব্যবহার করা হয়, সন্নিবেশকৃত কলামের নির্বাচিত কলামের মতো একই আপেক্ষিক প্রস্থ থাকবে।
কলাম সন্নিবেশ করা হবে