লেখচিত্র উইজার্ড - ডাটা সিরিজ

আপনি লেখচিত্র উইজার্ড এর প্রথম পৃষ্ঠায় আলাদাভাবে সব ডাটা সিরিজের উৎস পরিসর তাদের লেবেলসমূহ অন্তর্ভূক্ত করে পৃথকভাবে পরিবর্তন করতে পারেন। আপনি শ্রেণীর পরিসরও পরিবর্তন করতে পারেন। আপনি প্রথমে ডাটা পরিসর পৃষ্ঠায় ডাটা পরিসর নির্বাচন করতে পারেন এবং তারপর অপ্রোয়জনীয় ডাটাসিরিজ অপসারণ করুন অথবা এখানে অন্য ঘর থেকে প্রাপ্ত ডাটা সিরিজ যুক্ত করুন।

tip

যদি এই পৃষ্ঠায় অনেক বেশী অপশন হবে বলে মনে হয়, তাহলে লেখচিত্র উইজার্ড - ডাটা পরিসর পৃষ্ঠায় শুধু ডাটা পরিসর নির্ধারণ করুন এবং এই পৃষ্ঠাটি এড়িয়ে যান।


এই নির্দেশাবলীতে সন্নিবেশ করতে...

From the menu bar:

Choose Insert - Chart...

Double-click a chart, then choose Format - Data Ranges

From the tabbed interface:

Choose Insert - Chart - Data Series...

From toolbars:

Icon Insert Chart

Insert Chart


ক্যাল্‍ক অথবা রাইটার সারণি ভিত্তিক লেখচিত্রের জন্য শুধুমাত্র এই ডায়ালগটি বিদ্যমান।

Press Shift+F1 and point to a control to learn more about that control.

ডাটা সিরিজ সাজানো হচ্ছে।

ডাটা সিরিজ তালিকা বাক্সে আপনি বর্তমান লেখচিত্রে বিদ্যমান সব ডাটা সিরিজের একটি তালিকা দেখতে পান।

ডাটা সিরিজ সম্পাদনা করা হচ্ছে।

  1. ভুক্তির বৈশিষ্ট্যসমূহ দেখতে এবং সম্পাদনা করতে তালিকার একটি ভুক্তিতে ক্লিক করুন।

    ডাটা পরিসর তালিকা বাক্সে ভূমিকার নাম এবং ডাটা সিরিজ উপাদানের ঘরের পরিসর দেখা যায়।

  2. একটি ভুক্তিতে ক্লিক করুন, এরপর নিম্নের লেখা বাক্সের বিষয়বস্তু সম্পাদনা করুন।

    লেখা বাক্সের পরবর্তী লেবেল বর্তমানে নির্বাচিত ভূমিকা ব্যাখ্যা করে।

  3. ডাটা পরিসর সন্নিবেশ করান অথবা ডায়ালগ ছোট করতে এবং মাউস দিয়ে ডাটা পরিসর নির্বাচন করতে ডাটা পরিসর নির্বাচন এ ক্লিক করুন।

    আপনি যদি পর পর অবস্থিত নয় এমন বহু প্রকোষ্ঠ এলাকার ডাটা পরিসর নিয়ে কাজ করতে চান, প্রথম পরিসরটি নির্বাচন সন্নিবেশ করান, তারপর লেখা বাক্সের শেষে একটি সেমিকোলন স্বনির্ধারিতভাবে যোগ করুন, তারপর অন্য পরিসর সন্নিবেশ করান। পরিসরসমূহের মধ্যে বিভাজক হিসেবে একটি সেমিকোলন ব্যবহার করুন।

Y-মানের ন্যায় ডাটা ভূমিকার পরিসীমার জন্য, অবশ্যই একটি লেবেল ঘর সন্নিবেশ করাবেন না।

শ্রেণীবিভাগ অথবা ডাটা লেবেলসমূহ সম্পাদনা করা হচ্ছে।

লেখচিত্র ধরনের উপর ভিত্তি করে, পাঠ্যসমূহ X অক্ষে অথবা ডাটা লেবেল হিসেবে প্রদর্শিত হয়।

Editing properties of the categories

Each category entry can have a fill color and a border color.

You can edit the fill color and border color properties of the categories. The colors are defined by a range of cells with the same size of the category range.

The colors values are expressed by their red, green, blue components (RGB) combined by the COLOR() function.

note

Data ranges for border color and fill can only be specified for column, bar, pie, bubble, and column and line charts.


Setting Category Fill Color

  1. Click on Fill Color entry in the list.

  2. In the Range for Fill Color box, enter the cell ranges of the categories fill color values.

Setting Category Border Color

  1. Click on Border Color entry in the list.

  2. In the Range for Border Color box, enter the cell ranges of the categories fill color values.

Example

Set category fill color